খাজাবাবা কুতুববাগী কেবলাজান হুজুরের বাণী


  • কম খাবেন, কম ঘুমাবেন, কম কথা বলবেন।
    • অন্যের দোষ দেখার আগে নিজের দোষ তালাশ করুন।
    • যাদের পিতা-মাতা বেঁচে আছেন, তাদেরকে মনপ্রাণ দিয়ে সেবা করবেন আর যাদের পিতা-মাতা কবর বাড়িতে চলে গেছেন, তারাতাদের পিতা-মাতার রুহের মাগফেরাতের জন্য ইসালে ছওয়াব বা জিয়াফত করবেন এবং নফল ইবাদত করে তাদের আত্মার ওপর বকশিস করবেন।
    • বড়দের শ্রদ্ধা করবেন। ছোটদের স্নেহ করবেন। ভুখা মানুষকে খানা খাওয়াবেন। বস্ত্রহীনকে বস্ত্র দিবেন। অসুস্থ মানুষ পাইলে চিকিৎসা দিবেন। এইসব সেবা মহান যা আল্লাহতায়ালা নিজে গ্রহণ করেন এবং আল্লাহতায়ালার কাছে অতি পছন্দনীয়।
    • আদব, ভদ্রতা, নম্রতা, বিনয়, সভ্য-শালিনতার ভিতর চলতে চেষ্টা করবেন, এতে আল্লাহতায়ালা অতি খুশি হবেন। শিক্ষার্থী যারা তারা শিক্ষকের প্রতি শ্রদ্ধা করবেন, শিক্ষক যারা তারাও শিক্ষার্থীদেরকে নিজেদের ছেলে-মেয়ের মত স্নেহ করবেন।